বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতির সূর্য সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রেখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে নাইক্ষ্যংছড়ি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন শুরু হয়।নাইক্ষ্যংছড়ির স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস,নাইক্ষ্যংছড়ি থানা'র অফিসার ইনচার্জ ( ওসি)আলমগীর হোসেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা.এ জেড সেলিম, নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি অফিসার এনামুল হক,নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. ইমরান,ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুস সাত্তারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সামাজিক সংগঠন।