নাইক্ষ্যংছড়িতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ অক্টোবর সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা সভায় উপস্হিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামসুদ্দিন মো: রেজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা কৃষি অফিসার এনামুল হক,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রবীর দেব, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার ত্রি রতন চাকমা, এমপি প্রতিনিধি খায়রুল বশর মৎস্য কর্মকর্তা মাকসুদ, দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এন্যানিং মার্মা,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ , সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য সানজিদা আক্তার রুনা ,ইউপি সদস্য জায়তুন, রাসেদা সহ জনপ্রতিনিধি,ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, পুলিশ প্রতিনিধি ও গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত ছিলেন,।
এই সময় উপস্থিতি বক্তরা নাইক্ষ্যংছড়িতে গরু চোরাচালান ও মাদক, চুরি,বাল্য বিয়ে, রোহিঙ্গা সমস্যা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ,পরিবেশসহ বিভিন্ন বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।