আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে ভূমিও গৃহহীনদের মাঝে ভূমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

মো: ইফসান খান ইমন নাইক্ষ্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ ০৪:১৭:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬,২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি সহ গৃহ হস্তান্তর উপলক্ষে অনুষ্টানটি নাইক্ষ্যংছড়ি  উপজেলায় সরাসরি সম্প্রচার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১শে জুলাই) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি  উপজেলা অফিসার্স ক্লাবের হল রুমে প্রজেক্টরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কেন্দ্রীয় উদ্বোধন কার্যক্রম প্রদর্শনীর মধ্য দিয়ে এই গৃহ হস্তান্তর কার্যক্রম শুরু হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস প্রধানমন্ত্রীর জমি সহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানেটি বিটিভির সৌজন্যে  সরাসরি সম্প্রচার করেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,উপজেলা কৃষি অফিসার এনামুল হক,দোছড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো: ইমরানসহ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ বৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সংবাদ মো: ইফসান খান ইমন ,নাইক্ষ্যংছড়ি।