আজ মঙ্গলবার ২১ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে পুলিশ সুপারের উপস্থিততে কমিউনিটি পুলিশিং সমাবেশ

মোঃ ইফসান খান ইমন নাইক্ষংছড়ি | প্রকাশের সময় : শুক্রবার ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ০২:৩৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে এ প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে নাইক্ষ্যংছড়িতে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় থানা নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বান্দরবানের নবাগত পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম। এতে সভাপতিত্ব করেন,থানা'র অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা। বিশেষ অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ ও উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা,বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানুওয়ান চাক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান,নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশের নতুন সভাপতি নুরুল আবছার ইমন, বাইশারী ইউপি চেয়ারম্যান মো: আলম,সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এন্যানিং মার্মা, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ প্রমূখ। এছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে আগত কমিউনিটি পুলিশের সদস্যসহ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্হিত ছিলেন। সভায়,প্রধান অতিথি তারিকুল ইসলাম পিপিএম বলেন, দেশব্যাপী পুলিশিং সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে গঠিত হয়েছে বিট পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম। সরসারি জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে পুলিশিং সেবাকে আরও মানসম্মত ও স্বচ্ছতার ভিত্তিতে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান অতিথি আরও বলেন,কমিউনিটি পুলিশিং হচ্ছে একটি দর্শন। মানুষের মাঝে যেন অপরাধ প্রবণতা না জন্মায়, কমিউনিটি পুলিশিং সে বিষয়ে সর্তকীকরণ করে। কমিউনিটি পুলিশিং অন্যতম সমাজ সহায়ক। সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলা কমিউনিটি পুলিশিং এর নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয় সদর ইউপি চেয়ারম্যান নূরুল আবসার ইমন ও সাধারণ সম্পাদক আবদুচ্ছাত্তার। ২৭ সদস্যের এ কমিটির বাকী অন্তর্ভূক্ত ও পদ বিন্যাস করা হবে আগামী ১ মাসের মধ্যে।