নাইক্ষ্যংছড়িতে পুকুরে পড়ে মোঃ নুরুল আলম নামের এক মৃর্গি রোগীর মৃত্যু হয়েছে। ১৬ সেপ্টেম্বর শনিবার বেলা ১২টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের টিএনওর বাসার নিছে পুকুরে পড়ে এই যুবকের মৃত্যু হয়। স্থানীয় সুত্রে জানা যায় বেলা ১২ দিকে উপজেলা পুকুরের প্রধান ঘাটে তার ভাসমান লাশ দেখতে পেয়ে প্রশাসনের সহযোগিতায়, তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।সে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের লেকের পাড়া এলাকার নাজির হোসেনের ছেলে মোঃ নুরুল আলম (৩৫) বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায় সে (মোঃ নুরুল আলম) দীর্ঘ দিন ধরে মৃর্গি রোগে আক্রান্ত ছিল। বিষয় টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আবছার ইমন। এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহা বলেন (নুরুল আলম) একজন মৃর্গি রোগী, এবং অসহায় পরিবারের সন্তান। তাই নাইক্ষ্যংছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা করে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।