আজ সোমবার ১৩ মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে নতুন বাইক কিনার ১৮ ঘন্টার মাথায় দূর্ঘটনায় মারা গেলো পুত্র

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শনিবার ৯ ডিসেম্বর ২০২৩ ০৬:৫৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

পার্বত্য নাইক্ষ্যংছড়িতে পিতার সখের কেনা মটরবাইক চালাতে গিয়ে ১৮ ঘন্টার মাথায়  সড়ক দূর্ঘটনায় মারা গেলো পুত্র। 

ঘটনাটি ঘটেছে,৯ ডিসেম্বর সকাল সাড়ে ৬ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের আদর্শগ্রাম এলাকায়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানান,গ্রামের নুরুল আমিন ড্রাইভার সখ করে ৮ ডিসেম্বর বিকেলে একটি সেকেন্টহ্যান্ড

মটরবাইক ক্রয় করেন স্থানীয় একজন থেকে। রাতে বাইকটি বাড়িতে সুন্দর করে যত্ন করে রাখেন পিতা। পরদিন অর্থাৎ ৯ ডিসেম্বর ভোর ৫ টার দিকে নূরুল আমিনের পূত্র রিফাতুল ইসলাম (১৫)

পিতার এ বাইকটি নিয়ে বেরুয় নাইক্ষ্যংছড়ি- রামু সড়কে।  

এক পর্যায়ে সে তার নিজের আদর্শ গ্রামের অংশ গাড়িটি নিয়ে ঊপজেলা সদরে আসার পথে  নিয়ন্ত্রন হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা খায়।

এতে সে কানের নিচের অংশে প্রচন্ড আঘাত পায়। 

সূত্র আরো জানান,সাথে সাথে লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তারা উন্নত চিকিৎসা নিতে পাঠান রামু হাসপাতালে। হাসপাতালে পৌঁছার অল্পক্ষণ পরে রিফাত মৃত্যু মূখে ঢলে পড়ে। খবর শুনে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই কাজি তৌফিকুল আলম ঘটনাস্থানে যান।

তিনি এ প্রতিবেদককে বলেন,১৫ বছরের 

কিশোর পিতার সদ্য কেনা ১টি পুরোনো বাইক নিয়ে 

বের হয়ে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। পরে রামু হাসপাতালে সে মারা যায়।

লাশ ময়নাতদন্তের জন্যে ককসবাজারে পাঠানো হয়েছে বলে  জানা যায়।