আজ রবিবার ৫ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগ পরবর্তী ৫'শ জনকে পার্বত্য মন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১০ অগাস্ট ২০২৩ ১০:৪২:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগ পরবর্তী  ৫ শত  দুর্গত পরিবারের মাঝে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার ( ১০) উপজেলার ৫ ইউনিয়নের বন্যকবলিত ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। 

সংশ্লিষ্ট সূত্র আরো জানান,গত শনিবার থেকে ৫ দিন টানা বর্ষণে নাইক্ষ্যংছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়। আর পাহাগ ধস সহ 

নানাভাবে ক্ষতিতে পড়ে আরো কয়েক হাজার। এরই মধ্যে বন্যার পানি নামতে শুরু করে বুধবার বিকাল থেকে। তবে কিছু এলাকায় এখনও পানি বন্দি কয়েকশ মানুষ। তন্মধ্যে ঘুমধুম ইউনিয়নের তুমব্রুতে আছে ২ টি।

এ অবস্থায় পার্বত্য মন্তী, উপজেলা আওয়ামী লীগ এবং জেলা ও উপজেলা প্রশাসন এদের জন্যে জরুরী ত্রাণ পৌছাঁন 

ক্ষতিগ্রস্থদের জন্যে। শুরুতে পার্বত্য মন্ত্রী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ ক্ষতিগ্রস্থকে ত্রাণ পাঠান,যা বৃহস্পতিবার 

বিতরণ করে দেয়া হয়। এদের মধ্যে ঘুমধুমে ১৫০ জনকে,সদরে ১২০ জনকে,

বাইশারীতে ১শত,সোনাইছড়িতে ৬৫ ও দোছড়িতে ৬৫ জনকে এ ত্রাণ বিতরণ করা হয়। যে সবের মধ্যে রয়েছে,

১০ কেজি চাল

১ কেজি সুয়াবিন তেল

১ কেজি ডাল

৩ কেজি আলু ও

১ কেজি লবন।

এদিকে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান,উপজেলা আওয়ামী লীগ পরিবার উপজেলার ৫ ইউনিয়নে দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে সাড়ে ৪ শত ত্রাণের প্যাকেট বিতরণ করবেন আজ/কালের মধ্যে।