সারাদেশের ন্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলায় টিসিবি'র নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের শুভ উদ্বোধন করেছেন নাইক্ষ্যংছড়ি নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস। মঙ্গলবার (৮নভেম্বর) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)'র এ কর্মসূচি শুরু হয়। জানা যায়,মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের সকল সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে নিম্ন আয়ের ১কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড দিয়ে ভর্তুকি দিয়ে টিসিবি'র পণ্য সামগ্রী সূলভ মূল্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় তৃতীয় পর্বে এই কর্মসূচি শুরু হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রতি কার্ডধারী প্রতি কেজি চিনির মূল্য ৫৫ টাকা হারে ১কেজি =৫৫টাকা,প্রতি কেজি মশুর ডাল মূল্য ৬৫ টাকা হারে ২কেজিx৬৫ = ১৩০টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ১১০টাকা হারে ২লিটারx১১০=২২০ টাকা। অর্থাৎ ৪০৫টাকা দিয়ে ১কেজি চিনি,২কেজি মসুর ডাল ও ২লিটার সয়াবিন তেল দিচ্ছে টিসিবি। জানা যায়, তৃতীয় পর্বে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আওতায় সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবি পণ্য প্রদান করা হয়েছে।পর্যায়ক্রমে বাকী চারটি ইউনিয়নেও তৃতীয় পর্যায়ের টিসিবি পণ্য প্রদান করা হবে।