আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে জাতীয় কৃমিনাশক সপ্তাহ'র শুভ উদ্বোধন

মোঃইফসান খান ইমন: | প্রকাশের সময় : সোমবার ২১ মার্চ ২০২২ ১১:৫৬:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে “জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ'র শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা ফেরদৌস। রবিবার (২০ মার্চ) সকাল ১১টায় প্রথমে উপজেলার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরে বিছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ'২০২২ উপলক্ষে ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। ২০ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে। সদর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওসমানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এজেড এম সেলিম উদ্দিন,স্বাস্থ্য পরিদর্শক পল্লব বড়ুয়া, স্বাস্থ্য সহকারী মোঃ শাহাজাহান, সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কুসহ বিদ্যালয়ের শিক্ষকগণ ও শিক্ষার্থী এবং ক্ষুদে ডাক্তাররা। উপজেলা স্বাস্থ্য ও প.প  কর্মকর্তা ডাঃ সেলিম উদ্দিন জানান, এ বছর উপজেলার ৫ ইউনিয়নে আগামী এক সপ্তাহে ৫ থেকে ১৬ বছর বয়সের সকল শিশুকে কৃমিনাশক এ ট্যাবলেট খাওয়ানো হবে। পাশাপাশি তিনি শিশুদের অভিভাবক ও পরিবারের অন্যান্য সদস্যদের নিজ দায়িত্বে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পরামর্শ প্রদান করেন