আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে হোসেন সভাপতি

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শুক্রবার ১১ নভেম্বর ২০২২ ০৮:১৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১১ নভেম্বর) বিকাল ৩টায় উন্মুক্ত মঞ্চে সম্মেলনের আহ্বায়ক ডা.সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সদর যুবলীগের সভাপতি ফাহিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা আওয়ালীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পার্বত্য জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া,জেলার সদস্য ও সাবেক ছাত্রনেতা মহিউদ্দীন,জেলা আওয়ামীলীগের সদস্য আবু তাহের কোম্পানি,জেলা আওয়ামীলীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মো.ইমরান,জেলা পরিষদের সদস্য ক্যানুয়ান চাক ও ভাইস-চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা প্রমুখ। প্রধান অতিথি মেয়র ইসলাম বেবী বলেন, বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় মানুষ। এদেশের শান্তি প্রিয় মানুষকে অশান্ত করবেন না,এর ফল ভাল হবে না। তিনি আরও বলেন আমরা যাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ, তিনি হলেন মাননীয় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। আমরা তাঁর হাতকে শক্তিশালী করার জন্য এই নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের কমিটি দিচ্ছি। সুতরাং আগামী নির্বাচনে নৌকা মার্কার পক্ষে কাজ করে মন্ত্রীকে সপ্তমবারের মত আবারও নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার প্রদান করবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যের শেষে সভাপতি হিসেবে হোসেন আহম্মেদ ও সাধারণ সম্পাদক হিসেবে ফয়েজ উল্লাহর নাম ঘোষণা করেন। উল্লেখ্য,সভাপতি প্রার্থী হিসেবে ছিলেন সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি হোসেন আহম্মেদ ও বর্তমান সদরের চেয়ারম্যান নুরুল আবছার ইমন। সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন ফয়েজ উল্লাহ,ফখরুল ইসলাম কালু ও ক্রালং মার্মা। উক্ত সম্মেলনে বিভিন্ন স্তরের আওয়ামীলীগের নেতাকর্মী,ছাত্রলীগ,যুবলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,মহিলা আওয়ামীলীগ,যুব মহিলা লীগ,বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।