আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি এর ব্যবস্থাপনায় কক্সবাজার রিজিয়ন আন্তঃ সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন

মোঃ ইফসান খান, ইমন,নাইক্ষ্যংছড়িঃ | প্রকাশের সময় : রবিবার ২৪ জুলাই ২০২২ ০৮:৪১:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে বর্ডার গার্ড বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন খেলাধুলার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বিজিবি’র ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে। এরই ধারাবাহিতকতায় (২৪ জুলাই) রবিবার সকাল সাড়ে ৮টায়  নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় কক্সবাজার রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন সাঁতার প্রতিযোগিতা-২০২২ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে  প্রধান অতিথি হিসেবে কর্নেল মোহাম্মদ আজিজুর রউফ, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রামু কর্তৃক শুভ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম, অধিনায়ক, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি), মেডিক্যাল অফিসার, জেসিও, এনসিও এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সাঁতার প্রতিযোগিতা একটি অত্যন্ত মনোমুগ্ধকর ও আকর্ষনীয় খেলা। উক্ত প্রতিযোগিতায় কক্সবাজার রিজিয়ন এর অধীনস্থ রামু এবং বান্দরবান সেক্টরের সর্বমোট ০৭টি ইউনিটের বিজিবি সদস্যগণ ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদারিত্ব মনোভাব নিয়ে অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আগামী ২৬ জুলাই মঙ্গলবার  অনুষ্ঠিত হবে ১১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।