আজ শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

সৌদি আরবে হজ্ব করতে এসে প্রথম এক বাংলাদেশি হজ্ব যাত্রী মৃত্যু

খলিল চৌধুরী, সৌদি আরব : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ০৯:১৬:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

চলতি বছরের পবিত্র হজ্ব পালন করতে এসে সৌদি আরবের মদিনায় প্রথম এক বাংলাদেশি হজ্ব যাত্রী মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

জানা যায়, গত ২৫ মে মদিনা মনোয়ারা মসজিদে নববীতে থাকাবস্থায় মোঃ আসাদুজ্জামান নামে এক বাংলাদেশি হজ্ব যাত্রী হঠাৎ জ্ঞান হারালে তাকে কিং সালমান হাসপাতালে ভর্তি করা হয়।

 সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যু কালীন সময়ে হজ্ব যাত্রী মোঃ আসাদুজ্জামানের বয়স হয়েছিল ৫৬ বছর ১০ মাস ১২ দিন।

 

তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৭ নং মাসকা ইউনিয়নের সাতাশী গ্রামে। তাঁর পিতার নাম মোঃ নিকবার আলী।

 

মৃত্যু  আসাদুজ্জামান হজ্জ এজেন্সি আই সাহারা এভয়েশনের অধীনে গত ১১ মে ২০২৪ ইং তারিখে ফ্লাইট নাস এর XY8358 ফ্লাইটে সৌদিতে আসেন।

 

চলিত বছরে হজ্ব ২০২৪ এ পর্যন্ত সৌদি আরবের মক্কা মদিনা পৌঁছেছেন ২১ ০৬৩ জন। সরকারি ব্যবস্হাপনায ৩৭৪৭ জন বেসরকারি ব্যবস্হাপনায ১৭,৩১৬ জন বাংলাদেশ বিমানসহ ৫০-টি ফ্লাইটের মাধ্যমে এসেছেন।।

 

হজ্ব যাত্রীদেন গত ৯ মে বাংলাদেশ থেকে হজ্বের প্রথম ফ্লাইট শুরু হয, হজ যাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামী ২২ জুলাই ২০২৪।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন ২০২৪ চলতি বছরের পবিত্র হজ্ব অনুষ্ঠিত হওয়ার কথা।