আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়ি সীমান্তে সড়ক দুর্ঘটনায় আহত-৩

মোঃ ইফসান খাঁন ইমন, নাইক্ষ্যংছড়ি : | প্রকাশের সময় : রবিবার ২৩ জানুয়ারী ২০২২ ০১:৩১:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার আশারতলী সীমান্তে শনিবার (২২ জানুয়ারী) বেলা ১১ টায় সীমান্ত সড়ক নির্মাণ কাজে নিয়োজিত মালবাহী লোবেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাড়িটির ড্রাইভার ও ২ হেলপারসহ তিন জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয় আসেন। আহতরা হলেন,চট্টগ্রামের চুনতি লোহাগাড়া এলাকার মৃত হাবিবুর রহমান এর ছেলে মুজিবুর রহমান ড্রাইভার (৬০),চকরিয়া উপজেলার পূন্ন চন্দ্র দে'র ছেলে হেমন্ত চন্দ্র দে (৫৪),ও মোঃ উসমান (৫০) আহত হন। এদের মধ্যে ড্রাইভার মুজিবুর রহমান মুমূর্ষু বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি হাসপাতালের পঃপঃ কর্মকর্তা ডাঃ এজেড সেলিম উদ্দিন। তিনি আরো জানান আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেপার করা হয়েছে।