আজ রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

নাইক্ষ্যংছড়ি মিয়ানমার মৈত্রী সড়কের পাশ থেকে ১৩ রোহিঙ্গা যুবক আটকের পর ক্যাম্পে হস্তান্তর

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : শনিবার ২৫ নভেম্বর ২০২৩ ০৬:২৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের ১৩ যুবককে আটক করেছেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি অভিযানিক দল।

শনিবার ( ২৫ নভেম্বর)  সকাল সাড়ে  ১০ টার সময়  ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূইয়ার নির্দেশনায় এসআই ধর্মজিৎ এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা যুবকদের  আটক করে।

তাদের  জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গা যুবকদের স্ব-স্ব ক্যাম্পের এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করেন ঘুমধুম তদন্তকেন্দ্রের পুলিশ ।

ঘুমধুম তদন্তকেন্দ্রের এস আই ধর্মজিৎ বলেন, মিয়ানমার সীমান্ত লাগোয়া রুচি হাউজের কনভেনশন হল থেকে আটক ১৩ রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ পরবর্তী ১৪ এপিবিএন পুলিশ ক্যাম্পের এ এস আই মোহাম্মদ মিজানুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল মান্নান  বলেন, আটকৃত রোহিঙ্গাদের তাদের নিজ নিজ ক্যাম্পে এপিবিএন পুলিশের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।  সীমান্তবর্তী এলাকায় রোহিঙ্গাদের অবাধ বিচরণরোধে ঘুমধুম পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কেউ রোহিঙ্গাদের আশ্রয় পশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।