আজ শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

নাইক্ষ্যংছড়ি ব্লাড ডোনার সোসাইটি উদ্যোগে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

মো: ইফসান খান ইমন নাইক্ষ্যংছড়ি: | প্রকাশের সময় : শনিবার ৭ মে ২০২২ ০৮:৫৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী রক্ত সরবরাহকারী সংগঠন নাইক্ষ্যংছড়ি ব্লাড ডোনার সোসাইটি। শনিবার ৭ মে সকাল সাড়ে ১২ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপবন লেকের প্রবেশ মূখে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে। কর্মসূচির মাধ্যমে মহল্লারনারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়। ক্যাম্পেইনটি পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি ব্লাড ডোনার'স সোসাইটি এডমিন আবু সাঈদী, ওয়াহিদুল ইসলাম চৌধুরী, শামীম আল মুন্না,নুরুল আজিজ অপিসহ আরও অনেকে। আয়োজকরা জানান, তারা দেশব্যাপী বিভিন্ন জেলায় ফ্রি ক্যাম্পেইন করে রক্তদাতাদের একটা বৃহৎ ডাটাবেজ তৈরি করবেন। ব্লাড ডোনার'স সোসাইটি এডমিন নুরুল আরিফিন আফসান বলেন,‘নাইক্ষ্যংছড়ি ব্লাড ডোনার'স সোসাইটি ’দেশজুড়ে রক্তদাতাদের একটি বৃহত্তর সংগঠন ও প্লাটফর্ম। ‘এ ব্লাড ডোনার'স সোসাইটিতে রেজিস্ট্রেশন করে যে কেউ এর সদস্য হতে পারেন। এসময় অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি সদরের মসজিদ ঘোনার সমাজ কমিটির সভাপতি জালাল ফারুকী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি ক্রীড়া সংগঠক মোহাম্মদ হোসাইন। অন্যান্যদের মধ্যে এসমিন সদস্য রক্তসৈনিক, আতাহার সৈয়দ,শাহ-মাহমুদুল হাসান ফয়সাল। ব্লাড ডোনার'স সোসাইটির সদস্য:কাজী উমিমা ফাহিম শাহারিয়ার,ফাহাদ আল মাহমুদ,মোহাম্মদ উমাইর,সাইদ আরমান বেলাল উদ্দিন, অলি উল্লাহ, আজিজুল হাকিম বাপ্পী,জয়নাল আবেদীন,আরাফাত হোসেন বাপ্পী,মোহাম্মদ ইদ্রিস আবুল মনসুর,ইয়াসিন হাবিব,জাহেদুল ইসলাম,সালমান রহমান রফিকুল ইসলামসহ সোসাইটিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক,স্থানীয় সাংবাদিকগন ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রেরক মো: ইফসান খান ইমন নাইক্ষ্যংছড়ি,