আজ বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১

নাইক্ষ্যংছড়ি বিজিবি কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান

মোঃইফসান খান ইমন নাইক্ষ্যংছড়ি, | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ ০৮:৫০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (বিজিবি) কর্তৃক স্থানীয় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি'র সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদরে জোন এলাকার গরীব, দুঃস্থ অসহায় ২শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও ১৭ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাউপবৃত্তি প্রদান করা হয়। ইফতার সমগ্রী'র মধ্যে রয়েছে তৈল,ডাল,পিঁয়াজ, ছোলা, চিনি,সেমাইসহ বিভিন্ন মালামাল। এসব ইফতার সমগ্রী বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন ১১ বিজিবি জোনের অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসাইন,ক্যাপ্টেন রাফি উস হাসান, সুবেদার অহিদুল ইসলাম, জোন জেসিও আব্দুল লতিফ সহ বিজিবি'র পদস্থ কর্মকর্তা ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায় দেশের সবচেয়ে দূর্গম এলাকার মধ্যে অন্যতম নাইক্ষ্যংছড়ি। বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবি ক্যাম্পগুলোতে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি জোয়ানরা । শুরু থেকে ১১ বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছে। এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে। এদিকে এসব কার্যক্রমের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও গণমানন্য ব্যাক্তিবর্গ বিজিবিকে ধন্যবাদ জানান ।