আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

নাইক্ষ্যংছড়ি নির্বাহী কর্মকর্তা কর্তৃক জরিমানা আদায়

মোঃ ইফসান খান ইমন: | প্রকাশের সময় : সোমবার ২৩ জানুয়ারী ২০২৩ ০৭:১৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছড়ি বাজারে পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ২৩ জানুযারি সোমবার বিকালে নাইক্ষ্যংছড়ি বাজারের দুই জন খুচরা পলিথিন ব্যবসায়ীকে ১০০০ টাকা করে মোট ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মোট ০৫ কেজি পলিথিন জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মার বলেন পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর একটি দ্রব্য। পরিবেশ সুরক্ষায় নিয়মিত এই ধরণের অভিযান পরিচালনা করা করা হবে। সুত্রে জানা যায় নাইক্ষ্যংছড়ির বাজারের অধিকাংশ দোকানে অবৈধ পলিথিনের ব্যাবহার ব্যাপক হারে বেড়েছে,সচেতন কয়েকজন জানান,পলিথিন ব্যবহারের বিষয়ে স্থানীয় প্রশাসনের অভিযান আরো জোরদার করা হলে ব্যাবসায়ীরা চাপে পড়লে অনেক কমে আসবে ব্যাবহার।