আজ শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

নাইক্ষ্যংছড়ি দুই ইউনিয়নের আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২ ০৮:৫৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ও সোনাইছড়ি ইউনিযন আওযামিলীগের সম্মেলন মঙ্গলবার ২৮ নভেম্বর সকাল ১১টার সময় স্থানীয় দোছড়ি ইউনিযন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন মুজির রহমান সাধারন সম্পাদক নির্বাচিত হন থোযাই চিংঅং চাক। অপর দিকে একই দিনে বিকালে সোনাইছড়িতে অনুষ্ঠিত হয় আওয়ামীলীগের সোনাইছড়ি ইউনিযন আওযামিলীগের সম্মলন। এতে ইউনিযন আওযামিলীগের সভাপতি নির্বাচিত হযেছেন সাবেক চেযারম্যান বাহাইন মারমা,সাধারন সম্পাদক নির্বাচিত হযেছেন সোনাইছড়ি ইউনিযনের বর্তমান চেযারম্যান এ্যনি মারমা। অনুষ্ঠানের প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পৌর মেযের ও জেলা আওযামিলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী। তিনি তার বক্তব্যে বলেন"পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের কারিশমায় চির অবহেলিত বান্দরবান এখন উন্নয়নের রোল মডেল " বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত রাষ্ট্রে রুপান্তর কেবল সময়ের ব্যাপার। উন্নত রাষ্টের কাতারে নিয়ে যাওয়ার ঐকান্ত প্রচেষ্টার স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি স্বপ্ন দেখেন তার সুনিপূণ নেতৃত্বে একঝাঁক স্বপ্নবাজ সারথীর নিরলস পরিশ্রমের ফসল বর্তমান ডিজিটাল বাংলাদেশ। পার্বত্য এলাকার নাইক্ষ্যংছড়ির সমস্ত উন্নযন সম্ভব হয়েছে ৬ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও পার্বত্য মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপির আন্তরিক প্রচেষ্টায়। নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পরিষদ চেয়ারম্যান অধ্যাপক শফি উল্লাহর উদ্বোধনী বক্তব্যের রাখেন। এ ছাড়া সম্মেলনে বিশেষ হিসাবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক। বান্দরবান পার্বত্য জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, বান্দরবান জেলা আওয়ামীলীগ সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি আবু তাহের কোম্পানি, বান্দরবান জেলা আওয়ামীলীগ সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি তছলিম ইকবাল চৌধুরী, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইমরান, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানেওয়ান চাক প্রমুখ। কয়েক হাজার উপজাতি -বাঙালির উপস্থিতিতে দোছড়ি ইউনিয়ন ও সোনাইছড়ি ইউনিযনের সম্মেলন লোকে লোকারণ্য হয়। প্রধান অতিথি কাউন্সিল অধিবেশনে ডেলিকেট ও কাউন্সিলরদের উপস্হিতিতে দোছড়ি ও সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি পদে মুজিবুর রহমান ও সাধারন সম্পাদক পদে থোয়াই ছিং অং চাক ও মোহাম্মদ ইকবাল কে সিনিয়র সহসভাপতি পদ ঘোষণা করেন। এবং সোনাইছড়ি ইউনিযন আওযামিলীগের সভাপতি বাহান মারমা সাধারন সম্পাদক এ্যনি মারমা নাম ঘেষনা করে ১৫ কার্যদিবসের মধ্যে ইউনিয়ন আওয়ামিলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।