সীমান্তবর্তী পাহাড়ি জনপদ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সূর্বণজয়ন্তী ও বিজয় দিবস পালিত হয়েছে সাড়ম্বরে । এ স্কুল মাঠে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালায় সমাপনী দিবস ছিলো ১৮ ডিসেম্বর শনিবার।
এর আগে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হয় উপজেলা প্রসাশনের সাথে সমন্বিত অনুষ্ঠান মালা।
এতে জাতীয় পতাকা উত্তোলন,স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ,কুচকাওয়াজ,ক্রীড়া অনুষ্ঠান
,শফত বাক্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে সমাপনী দিবসে স্কুল মিলনায়তনে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় রচনা,কবিতা আবৃতি প্রতিযোগীতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।
এ সব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক সাখায়েত হোসেন বিশ্বাস।
প্রথম দিনের অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো:শফিউল্লাহ। উদ্বোধক ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।
শেষের দিন দুপুরে অনুষ্টিত আলোচনা সভায় অতিথি হিসেবে ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ। সভায় আরো বক্তব্য রাখেন,সিনিয়র শিক্ষক যথাক্রমে ছানো অং চাক,এ কে এম সাইফুদ্দিন ও বাদল ঘোষ নাথ।
আর শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,দশম শ্রেণির শিক্ষার্থী উথান্ট চাক ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইসফাকুর মুক্তাদির।
শেষের দিন প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্টানের সভাপতি প্রধান শিক্ষক সাখায়েত হোসেন বিশ্বাস সহ শিক্ষকরা।