আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়ি আইন-শৃংখলা কমিটির সভায় সীগাল কোন অবৈধ ভুমি দখলে আগ্রহ দেখায়নি

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : সোমবার ১০ এপ্রিল ২০২৩ ০৬:৪২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছড়ি আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ১০ এপ্রিল সকাল ১১ টায় উপজেল অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো শফিউল্লাহ। সভায় নাইক্ষ্যংছড়ি থেকে গরু চোরাচালান নিযে ব্যাপক আলোচনা হয় এতে বাইশারির চেযারম্যান মো আলম বলেন গরু পাচার বন্ধ করতে আমাদের সিমান্তের যে সব পযেন্ট দিযে গরু পাচর হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসছে সেই সিমান্ত পযেন্টে আরো কঠোর ভাবে নজর দারি বাড়ালে গরু পাচার সহ নানা সিমান্ত অপরাধ কমবে আসবে। সোনাইছড়ি ইউপি চেযারম্যান এ্যনি মার্মা বলেন গত ৯ এপ্রিল সকাল ১১ টায উপজেলা সদরে একটি মানববন্ধন করে কিছু লোক। যাতে সিগাল হোটেল সোনাইছড়িতে পাহাড়িদের ভুমি দখল করছে বলে অপপ্রচার চালায় মুলত এটি সঠিক নয় সিগাল কতৃপক্ষ কখনো অবৈধ ভুমি দখলের আগ্রহ দেখায়নি। বরং এলাকর শিক্ষার মান উন্নযনে আন্তর্জাতিক মানের একটি ইস্কুল প্রতিষ্ঠা করতে চাচ্ছে যাতে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে। এবিষযে তিনি আরো বলেন আমার ইউনিযনের একজন মেম্বার তাকে সরকারি নোটিশ দেওযা হলে এটি নিযে তিনি আপ প্রচার সহ নানা প্রবাকান্ড ছড়াচ্ছে চিহ্নিত কিছু মহলের ইন্ধানে বিভিন্ন এলাকা হতে ভাড়া করে লোক নিযে এসে মানব বন্দনের নামে এসব নিয়ে আযথা ইস্যু তৈরির চেষ্টা করছে, তাই সবাই কে এ বিষযে সজাগ থাকার আহ্বন জানান। আতছ আমাদে এলাকয় এখানে এমন কিছু হেড়ম্যন কারবারি আছে যারা টাকার বিনিময় সরকারি খাস জমি বহিরাগত দের দখল হস্তান্তর করে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিৎ। সভায় প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ সরকারের বিভিন্ন উন্নযন কাজেন কথা তুলে ধরেন এবং সকল প্রকার আপরাধের বিষযে ব্যক্তব রাখেন। সভার সভাপতি উপজেলা নির্বহি অফিসার রোমন শর্মা অবৈধ ইট ভাটা সহ সার্বিক বিষয নিযে আলোচনা করেন। উক্ত সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেযারম্যান মংলাওযাই মার্মা মহিলা ভাইস চেযারম্যান শামীমা আক্তার। জনপ্রতি নিধি সাংবাদিক ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা গন উপস্থিত ছিলেন।