বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে জেলা প্রশাসক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দিনব্যাপী উপজেলা প্রাঙ্গণে রমরম সাজ সাজ পরিবেশে এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উভয়ই বিষয়ে পর্যবেক্ষণ ও দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা। নাইক্ষ্যংছড়ি উপজেলার পাঁচ ইউনিয়নের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও কলেজের ছাত্র-ছাত্রীরা আগ্রহের সাথে উক্ত অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করেন। এতে ২৬২জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন এবং উন্মুক্ত প্রতিযোগিতা হিসেবে নৃত্যে সর্বোচ্চ ৭৬জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। এই ট্যালেন্ট হান্টে কবিতা আবৃত্তি,গান,নৃত্য,উপস্থিত বক্তৃতা,কুইজ প্রতিযোগিতা ও অভিনয় বা কৌতুকের উপরে প্রতিযোগিতার আয়োজন করেন উপজেলা প্রশাসন । তবে প্রাথমিক পর্যায়ে প্রতিযোগীদের প্রাথমিক বাছাই করে ইয়েস কার্ড দেওয়া হয়,এরপর মূল প্রতিযোগিতা সম্পন্ন হয়। এতে কুইজ প্রতিযোগিতার ক-গ্রুপ ও খ-গ্রুপসহ প্রতি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান হওয়া মোট ২৪জন প্রতিযোগীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। উল্লেখ্য,বান্দরবান জেলা প্রশাসক ট্যালেন্ট হান্ট-২০২৩,১৩ মার্চ বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।