'স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই স্লোগানে নাইক্ষ্যংছড়িতে যুব দিবস পালিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা'র সভাপতিত্বে ও করিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় জাতীয় যুব দিবস-২০২৩'র আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন নাইক্ষ্যংছড়ি যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহাবুদ্দিন।
উক্ত আলোচনা সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা তাঁর বক্তব্যে -চাকুরির পেছনে অনবরত না ছোটে আত্মকর্মসংস্থান তৈরির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য জোর দেন। এছাড়াও বলেন, প্রশিক্ষণ নিয়ে তা যুবক-যুবতীদেরকে বাস্তবে প্রয়োগ করতে বলেন। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে বেশি দক্ষ ও পরিশ্রমী হওয়ার জন্য গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ক্যনেওয়ান চাক,বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক,শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা ও প্রাণিসম্পদ কর্মকর্তা প্রবীর দেব প্রমুখ।
সফল উদ্যোক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সাংবাদিক সানজিদা আক্তার রুনা এবং সুরত আলম। যুব সংগঠনের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন ইরফান মাহাবুব রায়হান।
আলোচনা সভার পরে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও ভাতা বিতরণ করা হয়। তারপর ১১জনকে ৫ লক্ষ ৩০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর- কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও যুবক-যুবতিরা উপস্থিত ছিলেন।