আজ বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯শে কার্তিক ১৪৩১

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রোহিঙ্গাদের, ১৯ জনকে আটক করে পুশব্যাক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : সোমবার ১১ নভেম্বর ২০২৪ ০৬:৩৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে কক্সবাজার ৩৪ বিজিবি'র অধীনস্থ ঘুমধুম বিওপির একটি টহল দল সোমবার (১১ নম্ভেবর) সকাল ১০ টায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিওপির উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু পশ্চিম কুল নামক জায়গা থেকে পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে আসা নারী-পুরুষ ও শিশু সহ মোট ১৯ রোহিঙ্গা নাগরিককে আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায় অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় তাদের আটক করতে সক্ষম হয়।একই দিন বেলা ২টার সময় আটককৃতদের বিজিবির উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মিয়ানমার অভ্যন্তরে পুশব্যাক করা হয়।

আটককৃত সবাই মিয়ানমার রাখাইন প্রদেশের আকিয়াব জেলার বুচিডং থানার তম বাজারে স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। মিয়ানমারের আকিয়াব জেলার বিভিন্ন এলাকায় সামরিক বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকাতে  প্রাণ রক্ষার্থে তারা (রোহিঙ্গারা) সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা  করে আসছে। 

অনুপ্রবেশকারীদের মধ্যে ৩ জন পুরুষ, ৮ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। জানা যায়,নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির টহল জোরদার করে কঠোর নজরদারিতে রাখা হয়েছে পুরো সীমান্ত এলাকা।