নাইক্ষংছড়ি ১১ বিজিবি এর একটি বিশেষ টহল দলের অভিযানে ১ভরি ৬ আনা ওজনের একটি স্বর্ণের পাত, মিয়নমারের টাকা, এবং বাংলাদেশি বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের পন্য সহ
মিউলাই ওয়া(২৭) এবং যইথোয়াই মংমার্মা (১৮)নামের ২ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
স্থানীয় সাংবাদিকদের কে বিজিবির দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য জানিয়েছে,মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঠাণ্ডাঝিরি নামক এলাকায় বিজিবির চেকপোস্টে স্বর্ণালংকার ও মায়নমারের ৩৮ হাজার টাকা,বাংলাদেশি ৫৫ হাজার টাকা ও বাংলাদেশি তৈরি বিভিন্ন প্রকারের পন্য সহ দুই মিয়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে ১১বিজিবি।
এদিকে মাদক ও যেকোন অপরাধ দমনে বিজিবি সবসময় সর্তক অবস্থায় রয়েছে বলে জানা গেছে। এবং নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্ত সমস্ত সীমান্ত এলাকা দেশের সুরক্ষার সার্থে নিরাপত্তা জোরদার করেছে। উল্লেখ্য সীমান্ত এলাকায় দিন রাত সমান ভাবে বিজিবির কঠোর নজরদারি থাকা সত্ত্বেও, চোরাকারবারিরা দুর্গম এবং গহীন অরণ্য দিয়ে সীমান্ত পেরিয়ে চোরাচালান করে আসছে।