দীর্ঘ দেড় যুগ পর উৎসব মূখর পরিবেশে হাটহাজারীতে উত্তর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৯ এপ্রিল) হাটহাজারী পাবর্তী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগ কর্মীদের সজাগ থাকতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, ক্ষুধা, দারিদ্রতা, অনিয়ম ও দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য যুবলীগ কর্মীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।এর আগে সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম এর সঞ্চালনায় সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মইনুল হোসেন খান নিখিল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলের সভাপতি এম.এ সালাম, উত্তর জেলা আওয়ামীলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, সীতাকুন্ডের সংসদ সদস্য দিদারুল আলম এম.পি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সানি, সম্মেলনে রেকর্ডেড বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ এম.পি।
সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে ছিলেন, আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, মাজহারুল ইসলাম, আবু মুনির মোঃ শহিদুল হক চৌধুরী রাসেল, উপ প্রচার সম্পাদক আদিত্য নন্দী, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. বিমান চন্দ্র বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।