আজ মঙ্গলবার ২১ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

দুর্নীতি প্রতিরোধে রোয়াংছড়িতে মানববন্ধন ও র‌্যালী

রোয়াংছড়ি প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ১২ ডিসেম্বর ২০২১ ০৭:২১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম
দূর্নীতি প্রতিরোধে রোয়াংছড়ি অনুষ্ঠিত মানববন্ধনে একাংশ

"আপনার অধিকার, আমার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন "এই শ্লোগানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বান্দরবানে রোয়াংছড়িতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের রোযাংছড়ি বাজারে এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও শিক্ষার্থীবৃন্দ। র‌্যালী শেষে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফোরকান এলাহি অনুপম  । উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উসানু মারমা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উথোয়াইমারমা সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহম্মদ আব্দুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা হাব্বিবুন নেচ্ছা, রোয়াংছড়ি প্রেস ক্লাবের নিবার্হী সদস্য হ্লাছোহ্রী মারমা, দুর্নীতি কমিতি, সহ-সভাপতি অংচউ মারমা প্রমুখ ।