"নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের থানচিতে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরীর সভাপতিত্বে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী প্রতিরোধ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মো. সেলিমুর রশীদ ভূঁইয়া, উপজেলা নির্বাচন অফিসার আবদুল হামিদ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, থানচি প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মো. জমির উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত অতিথিদের বক্তব্যে নারী নির্যাতন প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন। বক্তারা বলেন, বাল্যবিবাহকে না বলতে হবে, নারীর সহিংসতা বন্ধ করতে হবে, যৌতুককে না বলতেই হবে। আমরা যদি সবাই মিলে আওয়াজ তুলি তবেই নারী নির্যাতন ও ইভটিজিং বন্ধ হবে। যৌন হয়রানিমূলক সকল প্রকার কাজ বন্ধ করতে হবে, বাল্যবিয়ে রুখতে হলে সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে।
পরিশেষে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে থানচি উপজেলায় নির্বাচিত "জয়িতা অন্বেষণে বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। এবছর অর্থনৈতিকভাবে সফল নারী তেরেজা ত্রিপুরা ও সফল জননী অবদানের জন্য খ্যাইউপ্রু মারমাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।