বান্দরবানের থানচিতে ৩৮, বিজিবি'র আয়োজনে সেনা রিজিয়ন স্থানীয়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ এপ্রিল) বেলা ২:০০টা সময় বিজিবি বিওপি অন্তর্গত অবকাশ রিসোর্ট হল রুমে, ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান এএফডব্লিউসি, পিএসসি এলাকার সচেতন মহল প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, ৩৮, বিজিবি বলিপাড়া জোন অধিনায়ক মোহাম্মদ তৈমুর হাসান খাঁন, পিএসসি এসি, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, প্রাক্তন উপজেলা পরিষদের চেয়ারম্যান, খামলাই ম্রো, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক, ধর্মীয় গুরু ও সামাজিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ব্রিগেডিয়ার জেনারেল বলেন, আমাদের লক্ষ্য হলো পার্বত্য চট্টগ্রামের জনগণের মাঝে সম্প্রীতি ও শান্তি সুনিশ্চিত করা। জাতি-ধর্ম, পাহাড়ি-বাঙালী নির্বিশেষে সকল অসহায় মানুষের জন্যই আমরা উদার মনে মুক্তহস্তে সহায়তা প্রদান ও সম্প্রীতির রক্ষা করা।