আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

থানচিতে চলছে ভোট গ্রহন নারি ভোটারের দির্ঘ লাইন

মোঃশহিদুল ইসলাম(শহীদ), থানচি বান্দরবান : | প্রকাশের সময় : রবিবার ২৬ ডিসেম্বর ২০২১ ০৩:৩৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

৪র্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচন ২৬ ডিসেম্বর সকাল আটটার পর থেকে শুরু হয়েছে। ৩নং থানচি ইউনিয়নের থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,শাহাজাহান পাড়া আল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ,হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,৪নং বলিপাড়া ইউনিয়ন বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ,বলিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় সকাল থেকে ঘুরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো তবে নারী ভোটারদের চেয়ে পুরুষ ভোটারদের উপস্থিতি কম,এই বিষয়ে জানতে চাইলে বলিপাড়া ইউনিয়নের ভোটর জাহিদুল ইসলাম জানান আমি ভোট দিয়েছি এখানে কোন ধরনের ঝামেলা চোখে পড়েনি।

এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত কোন কেন্দ্রে ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কায়েসুর রহমান সাংবাদিকদের বলেন ৪জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নির্বাচনী সহিংসতা এড়াতে এবং সুষ্ঠ নির্বাচনে কাজ করে যাচ্ছেন।

তিন্দু রেমাক্রী ইউনিয়নে নেটওয়ার্ক সংযোগ না থাকায় দুটি ইউনিয়নের খবর এখ নপর্যন্ত পাওয়া যায়নি।