আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

থানচিতে ঐতিহাসিক শান্তিচুক্তির ২৪তম বার্ষিকী পালন

থানচি বান্দরবান প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ ডিসেম্বর ২০২১ ০২:৩৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

উপজেলার বলিপাড়াস্থ ৩৮ বিজিবি জোন কতৃক ঐতিহাসিক শান্তিচুক্তির ২৪ তম বার্ষিকী পালন হয়েছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। কর্মসূচির মধ্যে ছিলো সকাল আটটায় বিভিন্ন জনসাধারণের অংশগ্রহণে শান্তিচুক্তিকে স্বাগত পদযাত্রা বলিবাজার হয়ে জোন চত্বরে,আলোচনা সভা,মানবিক সহায়তা প্রদান,শীত বস্ত্র বিতরণ,ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ঔষুধ বিতরণ এবং আগতদের কাছে খাবার প্রদান।

মানবিক সহায়তার মধ্যে ছিলো ডেউটিন,জেনারেটর,ষ্টিক লাইট,শীত বস্ত্র সামগ্রী।

আলোচনা সভায় ৩৮ বিজিবি জোন অধিনায়ক লেঃকর্ণেল খন্দকার মোঃ শরীফুল আলম বলেন শান্তিচুক্তি হয়েছে শান্তিতে বসবাস করার জন্য,কারো কোন সমাস্যা থাকলে তা আমাদের বলুন পাহাড়ে অস্ত্র নিয়ে ঘুরাঘুরি করলে শান্তি পাবেননা।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান নূমৈ প্রু মারমা,সাবেক বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়া অং মারমা,সাবেক মেম্বার আক্তার হোসেনসহ বিভিন্ন পাড়া কারবারী হেডম্যানবৃন্দ।