আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লোহাগাড়ায় র‍্যালি

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৯:৫৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার উদ্যোগে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি টি লোহাগাড়া থানা রাস্তার মাথা গ্র্যান্ড মাশাবী থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বটতলি মোটর স্টেশনে এসে শেষ হয়। র‍্যালি শেষে বেষ্ট চৌধুরী প্লাজা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী ডি.এম. আসহাব উদ্দিনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি আলী হোসাইন।

 

প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান বলেন, আমরা আদর্শে বিশ্বাসী। ছাত্রশিবিরের আদর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাধীনতা পরবর্তী সময়ে যে শিক্ষা ব্যবস্থা চেয়েছি সে শিক্ষা ব্যবস্থা আমরা এখনো পাইনি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা ব্যবস্থা চালুর জন্য সরকারের প্রতি আহবান জানান।

 

তিনি আরো বলেন, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্য থেকে একচুল পরিমাণ পিছু হটেনি এই মজলুম সংগঠন। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে কুরআনকে বুকে ধারণ ও বাতিলের মোকাবেলা করে আল্লাহর মেহেরবানীতে এগিয়ে চলছে। ফলে ছাত্রশিবির আজ জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। ছাত্রশিবিরের অগ্রযাত্রায় শুধু ছাত্রসমাজ নয় বরং দেশের সকল শ্রেণী পেশার মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা অপরিসীম ভূমিকা পালন করেছে। ছাত্রশিবির জাতির প্রত্যাশা পূরণে ছিল, দৃঢ় প্রতিজ্ঞ আছে এবং থাকবে ইনশা-আল্লাহ।

 

পরিশেষে তিনি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি এ. টি. এম. আজহারুল ইসলাম ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবী করেন এবং বিচার বহির্ভূতভাবে সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।