আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চুনতির ১৯দিন ব্যাপী ৫২তম সীরত মাহফিলের বাজেট ৩ কোটি টাকা

জাহেদুল ইসলাম, লোহাগাড়া | প্রকাশের সময় : শুক্রবার ৩০ সেপ্টেম্বর ২০২২ ১১:২১:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

লোহাগাড়ার চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫২তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা:) এর এবারের বাজেট প্রায় ৩ কোটি টাকা ঘোষণা করা হয়েছে।

বাজেট ঘোষণা ও মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বাদে আছর সীরত মাহফিল কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব ও মোনাজাত পরিচালনা করেন ১৯দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা:) এর মতওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মোহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।

১৯দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা:) এর মিডিয়া কমিটির সদস্য সচিব মো. যাহেদুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ১৯দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা:) সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, সদস্য মো. ইসমাঈল মানিক, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মিডিয়া কমিটির আহবায়ক শাহজাদা তৈয়বুল হক বেদার ও কাজী আরিফুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন- আশেকে রাসূল (সা:) অলিকুল শিরোমণি মুজাদ্দেদে মাহফিলে সীরতুন্নবী (সা:) ১৯৭২ সালের ১২ রবিউল আওয়াল সারা রাত ব্যাপী শাহ মঞ্জিলের সামনে প্রবর্তন করেন চুনতি গ্রামের মহান আল্লাহর অলি শাহ মাওলানা হাফেজ আহমদ (রা:আ:)। ১৯৭৩ সনে ৩ দিন, ১৯৭৪ সনে ৫দিন, ১৯৭৬ সনে ১০দিন, ১৯৭৭সনে ১২দিন, ১৯৭৯ সনে ১৫দিন পর্যায়ক্রমে ১৯দিন ব্যাপী চালু রেখেছিল। ১৯৮৩ সনে শাহ মাওলানা হাফেজ আহমদ (রা:আ:) মাফিলের ১৯দিন পূর্বে ইন্তেকাল করেন। এখনো চলমান রয়েছে।

বক্তারা আরো বলেন- ৫২তম মাহফিলে ৩ কোটি টাকা বাজেট ঘোষণার পাশাপাশি প্রথম দিন থেকে আড়াই হাজার লোক স্বোচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। শেষের তিন দিন প্রায় পাঁচ হাজারের অধিক লোক স্বোচ্ছাসেবক হিসেবে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের পাশাপাশি ২ হাজারের অধিক লোক স্বেচ্ছসেবক হিসেবে দায়িত্ব পালন করবে। ১৯দিন ব্যাপী এই মাহফিলে প্রতিদিন কোরআন ও হাদিসেরে আলোকে নির্দিষ্ট বিষয়ের উপর ওলামায়ে মাশায়েকগণ আলোচনা পেশ করবেন। মহফিলে আগত মেহমানদের দুপুর ও রাতে খাবার বিতরণ করা হয়। আগামী ৮ অক্টোবর বাদে যোহর হতে মাহফির শুরু হবে, ২৬ অক্টোবর দিবাগত রাতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাঈম উদ্দিন ইমু, মোহাম্মদ আলম, কামরুল হুদা, জমিল উদ্দিন, মাওলানা আব্দুল মন্নান, সাইফুল আলমসহ লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।