আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

চন্দনাইশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম): | প্রকাশের সময় : সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১০:০২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৫ সম্পন্ন হয়েছে। 

 

সোমবার (১০ ফ্রেরুয়ারী)  সকাল থেকে দিনব‍্যাপী উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত হাশিমপুর ইউনিয়নের ৯টি প্রাথমিক বিদ‍্যালয়ের অংশগ্রহণে এ প্রতিযোগিতা পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। 

 

 

ক্রীড়া প্রতিযোগিতা উদ্ভোধন করেন, অত্র বিদ‍্যালয়ের সাবেক সহ সভাপতি ও চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন। এতে উপস্থিত ছিলেন, শিক্ষক যথাক্রমে মনিরুল ইসলাম চৌধুরী, ছাদেকা আকতার, শ্রাবনী পারিয়াল, লুৎফুন্নেছা, শালীমা আকতার, নাহিদা আকতার, সুকোমল প্ল, মাহাবুবুল আলম, সোনিয়া ফারজানা, জান্নাতুল ফেরদৌস, টিংকু বড়ুয়া, অপর্ণাধর, সৈকতে ঝিনুক প্রমুখ।

 

 

প্রতিযোগিতায় হাশিমপুর ইউনিয়নের মোট ৯ টি স্কুল ১৮ টি ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

 

 

এসময় পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম চৌধুরী বলেন, শিশুদের মেধা-বিকাশে খেলাধুলায় আগ্রহী করতে মূলত এই পদক্ষেপ। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হবে।