আজ রবিবার ৫ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : শুক্রবার ১৫ মার্চ ২০২৪ ০৫:৫২:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

চট্টগ্রামের চন্দনাইশে দুই শতাধিক হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সামাজিক সংগঠন পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদ।   শুক্রবার ( ১৫ মার্চ ) সকালে পৌরসভার চৌধুরী পাড়া বাইতুন নূর চৌধুরী পুকুর পাড় মসজিদের মাঠে প্রফেসর ইসহাকউদ্দিন চৌধুরীর  সভাপতিত্বে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের নিজস্ব অর্থায়নে সমাজের অবহেলিত গরীব,অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে বিতরণ কৃত প‍্যাকেটে রয়েছে চাল,খেঁজুর,ছোলা,চিনি, ডাল ও তেলসহ বিভিন্ন প্রকার ইফতার সামগ্রী । জাহিদুর রহমান চৌধুরী'র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শেখ টিপু চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, আবদুল করিম চৌধুরী, কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী,মনজুর মোরশেদ চৌধুরী, ইন্জিনিয়ার বোরহান উদ্দিন ফারুকী, জিন্নাত আলী চৌধুরী, মনজুরুল আলম চৌধুরী, সেলিম চৌধুরী, আবু সৈয়দ চৌধুরী, এম এ আরিফ চৌধুরী, সাজ্জাদুল মোস্তাফা চৌধুরী, উমর ফারুক চৌধুরী প্রমুখ। এসময় সংগঠনের নেতৃবৃন্দরা বলেন,মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সংযমের প্রশিক্ষণ নেয়। আর এটা সম্ভব হয় একে অন্যের প্রতি সহমর্মিতার চর্চার মাধ্যমে। তাই মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃবোধের শিক্ষা নিয়ে আমাদেরকে আগামী দিনের জীবন পরিচালনা করতে হবে। মানবতার মুক্তিসনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস হওয়ায় মাহে রমজানের গুরুত্ব অনেক । নেতৃবৃন্দরা আরো বলেন পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদ একটি সামাজিক ও সেবামূলক সংগঠন। এই সংগঠনের অধীনে করোনাকালীন সময়ে সমাজে বেশ ভূমিকা রাখেন। তারও ধারাবাহিকতায় মাহে রমজান উপলক্ষে এলাকায় অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি এলাকায় সেবামূলক সংগঠন ও বিত্তশালীরা যদি এভাবে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের প্রতি এগিয়ে আসেন তাহলে সমাজে অসহায় পরিবার থাকবে না। এভাবে সবাই সহযোগিতার হাত বাড়ালেই অসহায় লোকদের অভাব কিছুটা হলেও লাঘব হবে।