আজ বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

চকরিয়ায় প্যারাবনে কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় আটক-১

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫ ০২:১৮:০০ পূর্বাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদ বদরখালীর প্যারাবনে এক কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় পুলিশের অভিযানে বশির আহমদ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

সোমবার (৬ জানুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বদরখালী থেকে তাকে আটক করা হয়।

 

আটক বশির আহমদ বদরখালী ইউনিয়নের ৩নম্বর ব্লকের টুটিয়াখালি এলাকার মৃত ইজ্জত আলীর পুত্র।

 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনজুর কাদের ভুইঁয়া আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বদরখালী এলাকায় কিশোরী ধর্ষণের ঘটনায় পুলিশ টিম গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে বশির আহমদ নামে একজনকে আটক করেছে। প্রাথমিক ভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধর্ষণের ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে। সেই লক্ষ্যে পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছেন। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।