আজ সোমবার ২০ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

ঘাগড়া বন স্টেশন হতে ২৬তক্ষক পাচারকালীন যৌথবাহিনীর হাতে আটক-২

কাপ্তাই প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৩ ডিসেম্বর ২০২১ ০৫:০৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম
প্লাস্টিকের বোতল ভর্তি তক্ষক সহ দুই পাচারকারীকে যৌথবাহিনী আটক করে।

রাঙামাটি  ঘাগড়া বন স্টেশন হতে ২৬তক্ষক পাচারকালীন যৌথবাহিনীর হতে দু'ই পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ডিসেম্বর) রাত ১০টায় প্লাস্টিকের ৬ টি বোতল ভর্তি করে ২৬টি তক্ষক নিয়ে পাচার করার সময় গোপন সুত্রে খবর পেয়ে  যৌথবাহিনী লোকজন পাচারকারীদের আটক করে।

পাচারকারী মাহামুদ মুছা মিয়া(৪৫),পিতা,মো.শহিদ উল্লা,সাং ওনদা মিয়াপাড়া,কোতালিয়া,রাঙামাটি ও রুহুল আমিন(৩২)পিতা,মো.মতিউর রহমান,সাং-কোতালিয়া,রাঙামাটি উভয়  বসবাসকরে।    দক্ষিণ বন বিভাগের ঘাগড়া স্টেশন কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক জানান ৩বেংগল এর সহযোগিতায় পাচারকারীদের আটক করে হয়েছ। এবং দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জামান শাহ (ডিএফও) নির্দেশ মোতাবেক বন্যপ্রাণী আইনে মামলা দায়ের করে    শুক্রবার (৩ডিসেম্বর) বিকাল ৩টায় রাঙামাটি আদালতে চালান করা হয়।