আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

খেরসনে বড় সাফল্য পাওয়ার দাবি ইউক্রেনের

নুর ইসলাম নাহিদ | প্রকাশের সময় : শুক্রবার ৭ অক্টোবর ২০২২ ১২:০৭:০০ পূর্বাহ্ন | আন্তর্জাতিক

ইউক্রেনের পক্ষ থেকে বৃহস্পতিবার দাবি করা হয়েছে, গত এক সপ্তাহে রুশ সেনাদের কাছ থেকে খেরসনের ৪০০ বর্গ কি.মি অঞ্চল পুনর্দখল করেছে ইউক্রেনীয় সেনারা। 

 

এ ব্যাপারে ইউক্রেনের সাউদার্ন আর্মি কমান্ডের মুখপাত্র নাতালিয়া গুমেনিউক বলেছেন, অক্টোবরের শুরু থেকে ইউক্রেনের সেনারা খেরসনে ৪০০ কি.মি অঞ্চল স্বাধীন করেছে।

অন্যদিকে রাশিয়ার সেনাবাহিনী দাবি করেছে, সম্মুখভাগ থেকে ইউক্রেনের সেনাদের সরিয়ে দিয়েছে তারা। 

রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী চারটি ট্যাকটিক্যাল ব্যাটালিয়ন মোতায়েন করে রাশিয়ার প্রতিরক্ষা ভাঙতে চেয়েছিল।

এদিকে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ঘোষণা দেন খেরসন অঞ্চলের কাছাকাছি অবস্থিত নোভোভোসক্রেসনেকে, নোভোগ্রাগোরিভকা এবং পেত্রোপাভলিভকা পুনর্দখল করেছেন তারা।

আগষ্টের শেষ দিকে খেরসনে পাল্টা আক্রমণ চালানোর ঘোষণা দেয় ইউক্রেন। তবে ওই সময় সকলকে চমকে দিয়ে খারকিভের দিকে এগিয়ে যায় ইউক্রেনের সেনারা। এতে পুরো খারকিভ ছেড়ে চলে যেতে বাধ্য হয় রুশ সেনারা। এখন দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে নিজেদের পাল্টা আক্রমণ চালাচ্ছে তারা।