চলতি সপ্তাহে খেরসনে ইউক্রেন বাহিনীর সঙ্গে রাশিয়ার তুমুল লড়াইয়ে ২৩ রুশ সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫৮ জন।
বৃহস্পতিবার টেলিগ্রামে এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ এ কথা বলেন।
কাদিরভ বলেন, ঘটনাটি ঘটেছে দক্ষিণ খেরসন অঞ্চলে। ঘটনাস্থলে সমস্ত উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। মৃত ও আহতদের একটি চূড়ান্ত তালিকা করা হয়েছে। এ ঘটনায় ২৩ জন সেনা নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন।
তিনি বলেন, হ্যাঁ, সেদিনের প্রথম দিকে আমরা অনেক ক্ষতির মুখে ছিলাম। তবে চেচেনরা জিহাদে অংশ নিয়েছি এবং যদি তাদের নিয়তি হয় পবিত্র যুদ্ধে মৃত্যু, তাহলে এটা প্রত্যেক মুসলমানের জন্য সত্যিকারের একটি সম্মান ও আনন্দের বিষয়।
তিনি আরও বলেন, হামলার পর, চেচেন বাহিনী প্রতিশোধমূলক হামলা চালায়। এই হামলায় প্রায় ৭০ ইউক্রেনীয় নিহত হয়েছেন।
চেচেন নেতা রমজান কাদিরভ, যিনি রাশিয়ার দক্ষিণের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচনিয়ার প্রধান, তিনি নিজেকে পুতিনের পদাতিক সেনা হিসাবে দাবি করেন। তিনি তার দেশ থেকে অনেক লোককে ইউক্রেন যুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়েছেন।