আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

খাগড়াছড়ির ৫ উপজেলায় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ৫ এপ্রিল ২০২৩ ০৯:০৯:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়ির পাঁচ উপজেলায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে সড়ক অবরোধ চলছে। ইতোমধ্যে নিরাপত্তায় বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন।

 

বুধবার (৫ এপ্রিল) মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ও গুইমারা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর থেকে অবরোধ শুরু হয়।

 

 

জানা গেছে, জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি স্কুলপাড়া এলাকায় বালুর পয়েন্টে কয়েকজন চাঁদাবাজি করতে আসেন। এ সময় এলাকাবাসীর পিটুনিতে আহত হন হ্লাচিংমং মারমা। পরে সংবাদ পেয়ে মানিকছড়ি থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

এদিকে বুধবার ভোর থেকে অবরোধের ফলে পৌর শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া জেলার অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ আছে। খাগড়াছড়ি পৌর শহর ও বিভিন্ন উপজেলায় অটোরিকশা এবং মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো বুধবার সকাল ৭টায় পুলিশি পাহারায় সদর উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে।

 

পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, বুধবার ভোর থেকেই পুলিশ মাঠে আছে। সকাল থেকেই যানবাহন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, বুধবার ভোর থেকে পুলিশি পাহারায় যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। অবরোধকে কেন্দ্র করে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।