ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
৩ জানুয়ারি বুধবার সকালে আদালত বর্জনের পাশাপাশি ভোট বর্জনের পক্ষে আদালত এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন আইনজীবী ফোরামের সদস্যরা, জেলা শহরের সিঙ্গিনালা এলাকায় জেলা বিএনপি, মাইচছড়ি ও গামারী ঢালা এলাকায় জেলা মহিলা দল, নয়নপুর ও কল্যানপর এলাকায় জেলা যুবদল, জেলা সদরের বাঙ্গালকাটি এলাকায় পৌর বিএনপি, তেঁতুলতলা সদর উপজেলায় বিএনপি’র নেতা-কর্মীরা গণসংযোগ ও লিফলেট করেন। লিফলেট বিতরণ করা হয় জেলা ছাত্রদলের পক্ষ থেকেও।
এছাড়াও একই দাবিতে দিঘীনালা, লক্ষ্মীছড়ি, পানছড়ি ও মহালছড়ি উপজেলায় লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতা-কর্মীরা। সকালে লক্ষ্মীছড়ি উপজেলার ময়ূরখীল ও মগাইছড়ি এলাকায় যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকতে এবং ভোটাধিকার ও গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়।