আজ বুধবার ৮ মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে ডাক্তারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবীতে মানববন্ধন

মোবারক হোসেন, খাগড়াছড়ি: | প্রকাশের সময় : রবিবার ১৭ জুলাই ২০২২ ০২:২৪:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

হয়রানিমূলক মামলা থেকে ডাক্তার শহীদ তালুকদারকে অব্যাহতির দাবীতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি নাগরিক সমাজ।(১৭ জুলাই রোববার সকাল ১১টায় খাগড়াছড়ি শহরের শহীদ মিনারের সামনে এ কর্মসূর্চি পালন করা হয়। 

শহীদ মিনারের সড়কের দুই পাশে ডাক্তার শহীদ তালুকদারের অংখ্যা ভক্তরা মাননবন্ধনে অংশগ্রহন করেন।   

এসময় ব্যক্তরা বলেন, ডাক্তার শহীদ তালুকদার এক জন সৎ এবং মানবিক ও জননন্দিত। তিনি পার্বত্য এলাকায় দীর্ঘ দিন চাকরি করেছেন। তিনি রাঙামাটি মেডিকেল কলেজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে মিথ্য মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা সাধারণ চোখে যদি দেখি ওনাকে যে দুনীতের মামলা দায়ের করা হয়েছে। কোন প্রকারেই তিনি এই মামলার সাথে জড়িত হতে পারে না।

ব্যক্তরা আরো বলেন, নিয়োগ প্রক্রিয়ায় ওনাদেরকে রাখা হয়েছে। প্রতিনিধি হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র বাচায় করার জন্য। ওইখানে অরিজিনাল কাগজপত্র দেখার কোন সুযোগই নেই। সেখানে তিনি কি ভাবেই এই ভুয়া সার্টিফিকেট শনাক্ত করেছেন। মাননীয় আদালতের কাছে আমরা আগামী ১৯ জুলাই এ মামলা ইচ্ছে করলে বাতিল করতে পারে। আমরা মানবিক ডাক্তারের বিরুদ্ধে যে মিথ্যা মামলাটি হয়েছে সেই মামলা প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এর পাশাপাশি আমাদের জেলা বিচারক আছেন তার সুষ্ট বিচার করে অচিরেই মুক্ত করবেন আশা করি।

খাগড়াছড়ি নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক তরুন কুমার ভট্টাচার্যর সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, সমন্বয়ককারী ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, মাতৃভাষা গবেষনায় জাতীয় একুশে পদকপ্রাপ্ত মুথুরা বিকাশ ত্রিপুরা, সাংবাদিক চিংমেপ্রæ মারমা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়–য়া, বিশিষ্ট সমাজ কর্মী ও রেড ক্রিসেন্টটের নির্বাহী সদস্য ধীমান খীসা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বোধিসত্ত¡ দেওয়ান।

খাগড়াছড়ি নাগরিক সমাজের প্রতিনিধিরা মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রীর বরাবরে স্মরকলিপি প্রদান করেন।