আজ বুধবার ১ মে ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

কেএনএফ শান্তির পথে না আসা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। র‍্যাব মহাপরিচালক

এইচ এম সম্রাট, বান্দরবান : | প্রকাশের সময় : বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ০৫:১৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

সম্প্রতি কু‌কি‌চিনের সশস্ত্র বা‌হিনী রুমা ও থান‌চি‌তে ব‌্যাংক ডাকা‌তি এবং ম‌্যা‌নেজার‌কে অপহ‌রণের ঘটনা‌কে অত‌্যান্ত নিন্দনীয় কাজ করেছে বলে আখ‌্যা‌য়িত ক‌রে র‍্যাবের মহাপরিচালক অতিঃ আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, পাহা‌ড়ে যৌথ বাহিনীর অ‌ভিযান চল‌ছে। আমরা চাই আমা‌দের স্বাধীন দেশ, বঙ্গবন্ধুর এ দে‌শে কোন প্রকারের অবৈধ অস্ত্রধারী থাক‌তে পার‌বেনা।

 

আমরা চাই য‌ারা বিপ‌থে গি‌য়ে‌ছে তারা য‌দি আত্মসর্মপণ ক‌রে তাহ‌লে তা‌দের‌কে সু‌যোগ দি‌য়ে পূর্ণবাস‌নে‌র সু‌যোগ দেয়া হ‌বে। এর আগে সরকার সর্বাহারা ও জলদস‌্যু‌দেরও পূর্ণবাসন করেছিলেন। 

 

তারা যতক্ষণ শা‌ন্তির প‌থে না আস‌বে ততক্ষণ পর্যন্ত যৌথ বাহিনীর অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।

 

বুধবার (১৭এপ্রিল) বিকা‌লে বান্দরবান সা‌র্কিট হাউজে সাংবা‌দিক‌দের সা‌থে প্রেস ব্রিফিং এ  র‍্যাবের মহাপরিচালক একথা ব‌লেন।

এসময় তি‌নি আরো ব‌লেন, তা‌দের‌কে আবা‌রো আলোচনায় বসার সু‌যোগ দেয়া হ‌বে। তারা ইচ্ছে কর‌লে শা‌ন্তি ক‌মি‌টির সা‌থে আবা‌রো আলোচনায় বস‌তে পার‌বে। অথবা জেলা প্রশাসক কিংবা পু‌লিশ সুপা‌রের মা‌ধ‌্যমেও আলোচনায় ব‌সে আলাপ আলোচনায় ব‌সার সু‌যোগ র‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।

এর আগে র‍্যাব মহাপরিচালক রুমা ও থানছিতে কেএনএফ এর বিরুদ্ধে যৌথ বাহিনীর চলমান অভিযান স্বশরীরে পর্যবেক্ষন করেন।

এসময়এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মোঃ মাহাবুব রহমান,বিজিবি

সেক্টর সদর দপ্তর বান্দরবান কর্নেল সোহেল আহমেদ,

ডিজিএফআই এর বান্দরবান শাখা প্রধান কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদ,র‍্যাবের এয়ার উইং পরিচালক লেঃ কর্নেল মীর আসাদুলাহ,জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন, পুলিশ সুপার সৈকত শাহিনসহ র‍্যাব ও সেনা বাহিনীর উধ্বতন কর্মকর্তারা।