আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

কুতুবদিয়ায় বিশ্ব পানি দিবস পালিত

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ৪ এপ্রিল ২০২২ ০৭:২৩:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

কক্সবাজার জেলার দ্বীপ-উপজেলা কুতুবদিয়ায় ‘বিশ্ব পানি দিবস’ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলা সদরে এক বর্নাঢ়্য র‌্যালী শেষে পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী অনুপম পালের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাছান। ‘ভূগর্ভস্থ পানি; অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এ প্রতিপাদ্যের আলোকে এতে উপজেলা প্রকৌশলী কপিল উদ্দিন কবীর, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.হাছান কুতুবী, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, পাউবোর এসও এলটন চাকমাসহ আরও অনেকে বক্তব্য রাখেন। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী অনুপম পাল বলেন,বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে সাথে ভূগর্ভস্থ পানির উপর যে বিরূপ প্রভাব পড়ছে এবং সে চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যায়। ভূগর্ভস্থ পানির নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিন্তকল্পে সামাজিক সচেতনতা প্রয়োজনীয়তা তুলে ধরে এবং ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে ভূউপরস্থ পানির ব্যবহার বাড়ানোর জন্য আহবান জানান। সভায় প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহামুদুল হাসান বলেন,মাটির নীচে পানির আধাঁর সুরক্ষা ও পানির গুণাগুণ বজায় রাখতে ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির সমন্বিত ও সুষ্টু ব্যবস্থাপনার জন্য গুরুত্বরোপ করেন।