আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
একজনের মরদেহ উদ্ধার

কাপ্তাইয়ে দুই পক্ষের গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ জানুয়ারী ২০২৩ ১২:১৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের গংগ্রিছড়া এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্রাট (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চন্দ্রঘোনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

চন্দ্রঘোনা থানা পুলিশের ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, বুধবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ২নং রাইখালী ইউনিয়নের গংগ্রিছড়া এলাকায় জেএসএস (সন্তু লারমা) এবং মারমা ন্যাশনাল পার্টির (এমএনপি) মধ্যে গোলাগুলির এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ টহল দল ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে। রাত ১১টার দিকে তার মরদেহ চন্দ্রঘোনা থানায় নিয়ে আসা হয়। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।