মুজিব শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন লক্ষ্যে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বৃহস্পতিবার(২ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক।
এ সময় সহকারী কমিশনার (ভুমি) মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সহ জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ক্রীড়া, স্কাউটস ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।
সভায় যথাযথ মর্যাদায় বর্ণাঢ়্য আয়োজনে মুজিব শতবার্ষিকী, স্বাধীনতার সুর্বণজয়ন্তী এবং বিজয় দিবস উদযাপন এর সিদ্ধান্ত গৃহীত হয়।