আজ মঙ্গলবার ২১ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

কাপ্তাই বিএসপিআই এ কারিগরি প্রতিভা মেলার উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ ডিসেম্বর ২০২১ ১২:২৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম
কারিগরি শিক্ষা প্রতিভা মেলা উদ্বোধন ও স্টল পরির্দশন করছেন ইউএনও মুনতাসির জাহান।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি মেলা উদ্বোধন হয়েছে। কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কে জনপ্রিয় করার জন্য, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে স্কিলস - ২০২১,  প্রকল্প আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং মার্কেটিং এজেন্সি "এশিয়াটিক ইএক্সপি " জনসচেতনতা মূলক কারিগরি মেলা হয়েছে।  বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ( বিএসপিআই) আয়োজনে  অনুষ্টিত হয়। বৃহস্পতিবার (৯ডিসেম্বর) সকাল ১০টায়  দিনব্যাপী  কারিগরি প্রতিভা মেলা হয়। এতে ৭ টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম প্রর্দশন করা হয় হয়েছে।

 

পরে বিএসপিআই প্রাঙ্গনে আলোচনা সভা হয়।এতে সভাপতি ছিলেন বিএসপিআই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুুনতাসির জাহান।  এবং  উক্ত মেলার উদ্বোধন করেন।

 বিশেষ অতিথি  ছিলেন রাঙামাটি চেম্বার অ্যান্ড কর্মাস  সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ,  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাসির উদ্দীন, আইএলও এর প্রোগাম ম্যানেজার আনিসুজ্জামান, বিএফআইডিসির ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার। 

প্রধান অতিথি  ইউএনও মুনতাসির জাহান বলেন, সরকার কারিগরি শিক্ষাকে প্রসারের লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে। এবং বর্তমান সরকার কারিগরি শিক্ষা প্রসারে কোটি কোটি টাকা দিচ্ছে।