বান্দরবানের আলীকদমে কর্মস্থলে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে ছাত্র- জনতা। টানা কয়েক দিনের কর্মবিরতির পর ডিউটিতে ফিরেছে আলীকদম থানায় কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরা। থানার কার্যক্রমের পাশাপাশি সড়কেও দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশরা। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। স্বাভাবিক হচ্ছে ব্যবসা বাণিজ্যসহ সবখানে।
বুধবার (১৪ আগস্ট) সকাল ১১ ঘটিকার সময় পুলিশ থানায় কাজে যোগ দেয়া শুরু করেছে। ট্রাফিক পুলিশরাও সকাল থেকে সড়কে ডিউটি পালন করছেন।
ছাত্র জনতার ব্যানারে পুলিশ কে ফুল দিয়ে বরণ করার সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দীন, জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা,আলীকদম উপজেলা বিএনপি আহ্বায়ক মাশুক আহমেদ,সিঃ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্রো,উপজেলা যুবল সভাপতি মোঃ ইলিয়াস মিয়া,শিক্ষক প্রতিনিধি মোঃ আবুতাহেরসহ বিভিন্ন স্কুল,কলেজে, মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন যাবত কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের সম্পর্ক সাপে নেউলে অবস্থার পর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেয়। নিরাপত্তা ঝুঁকি দাবি করে কর্মবিরতিসহ ১১ দফা দাবি করেন পুলিশ সদস্যরা।
এদিকে পুলিশ কর্মবিরতি পালন করায় সারা দেশে ভেঙে পরে ট্রাফিক সিস্টেমসহ আইনশৃঙ্খলা সু-রক্ষার ব্যবস্থা। এতে দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতির আশঙ্কা দেখা দেয়। এছাড়া সাধারণ মানুষ থানায় বিভিন্ন ঘটনার অভিযোগ জানাতে এসে ফিরে যায়। বিষয়টি নজরে আসে পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের। বৃহস্পতিবার মধ্যে নতুন পুলিশ প্রধান বাহিনীর সব সদস্যদের স্ব-স্ব কর্মস্থলে যোগ দিতে অনুরোধ করেন। আর তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাসও দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কড়া নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন।
এরই পরিপ্রেক্ষিতে শনিবার থেকে পুলিশ সদস্যরা আলীকদম থানায় কাজে যোগদানসহ ট্রাফিকরাও সকাল থেকে সড়কে ডিউটি পালন করছে। পুলিশ সদস্যরা কর্মস্থলে ফেরায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষার্থীরা। অপরদিকে,সোমবার ও মঙ্গলবারে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা সড়কে ট্রাফিকের দায়িত্ব নিয়ে যানবাহন চলাচল ও সড়কে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আবার অনেকে পরিষ্কার করছেন বিভিন্ন স্থান ও রাস্তা ঘাট।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, শনিবার থেকেই আমাদের থানার কার্যক্রম চালু আছে। থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে৷ বিভিন্ন সেবা প্রত্যাশিরা থানায় আসছেন, আমরা তাদের সেবা প্রদান করছি। পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে বলে জানান। তিনি আরও বলেন আলীকদমের শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে পুলিশকে সহযোগিতা করার আহবান করেন।