আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ই পৌষ ১৪৩১
ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও ব্যাংক হিসাব জব্দসহ ৬ দফা দাবি

কক্সবাজারে জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন

ইমাম খাইর, কক্সবাজার: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ ০৮:৩১:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের কালো টাকার অনুসন্ধান এবং সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দসহ ৬ দফা দাবি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দাবিগুলো উপস্থাপন করে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এএসএম সুজা উদ্দিন ও কক্সবাজার সদর থানা প্রতিনিধি কমিটির সংগঠক ওমর ফারুক।

দাবিগুলো হলো:

১. সকল জেলা ও উপজেলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাদের কালো টাকার অনুসন্ধান এবং সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দ করে ফ্যাসিজমের পুনরাবর্তনের হুমকি থেকে জনগণকে রক্ষা করা।

২. আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য জনগণের জানমালের নিরাপত্তা বিধানে ব্যর্থতার পরিচয় তথা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকর বলে প্রতীয়মান করবে, তাঁদেরকে অপসারণ করে নতুন লোকবল নিয়োগের মাধ্যমে বাহিনীগুলো পুনর্গঠন করা।

৩. কক্সবাজারসহ সারাদেশে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করা।

৪. প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট সমর্থক আমলাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে মুক্ত নাগরিক সেবা নিশ্চিতকরণ।

৫. ইউনিয়ন পরিষদে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেসব জনপ্রতিনিধি দীর্ঘদিন ধরে অনুপস্থিত, তাঁদেরকে অবিলম্বে অপসারণ করে দ্রুত প্রশাসক নিয়োগ দিয়ে জনভোগান্তি দূর করে নাগরিক সেবা প্রাপ্তি নিশ্চিত করা।

৬. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ সুরক্ষা পরিকল্পনা প্রণয়ন।

কক্সবাজারসহ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দাবিগুলো পেশ করেছে নাগরিক কমিটি।

উদ্বেগের সাথে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসরগণ, হত্যাকারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ এবং তাদের উচ্ছিষ্টভোগীরা এখনো দেশে এবং বিদেশে দেশবিরোধী তৎপরতায় লিপ্ত আছে। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ফ্যাসিবাদের উচ্ছিষ্টভোগীদের দ্বারা ছাত্রহত্যার নির্দেশ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক অভ্যুত্থানের শক্তি তরুণদের রক্ত চেয়ে বিবৃতি চোরাগুপ্তা হামলার সাথে তাদের সংশ্লিষ্টতাকেই ইঙ্গিত করে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে স্পেশাল ফোর্স গঠন করে এসব ঘটনার সাথে জড়িত সিলেক্টিভ কিলারদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

দেশের সকল বিবেকবান নাগরিক, মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আমাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে এগিয়ে আসার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

ফ্যাসিবাদের মূলোৎপাটন করে সংহতি, প্রতিরোধ ও পুনর্গঠনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক বহুত্ববাদী সমাজ নির্মাণের প্রত্যাশা করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, জাতীয় নাগরিক কমিটির সদর কমিটির সংগঠক নুরুল আবছার, খালেদ, মো. কামরুল হাসান, নিহালসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং রামু উপজেলার প্রতিনিধি জোবায়ের, সাইফুল, রিয়াদ, মঈনুর রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ আরও বলেন, ইশতিয়াক আহমদ জয় নামক যুবলীগের একজন সন্ত্রাসী জুলাই-আগস্ট অভ্যুত্থানের মহানায়ক শহিদ আবু সাঈদকে নিয়ে ব্যঙ্গাত্মক কন্টেন্ট প্রচার করেছে। এটি কেবল শহিদ আবু সাঈদের প্রতি অবমাননা নয়, এটি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনে সকল শহিদের আবেগ, অনুভূতি ও মূল্যবোধের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শনের উদাহরণ।

এছাড়াও, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গুপ্তহত্যা ও হুমকি প্রদানের ঘটনাগুলো সমাজে আতঙ্ক ও উদ্বেগ তৈরি করছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সাহসী যোদ্ধা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মুনতাকিম আলিফ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তাজবির হোসেন শিহান, এআইইউবির ওয়াজেদ আলম সীমান্ত এবং চট্টগ্রামের জসিম গুপ্তহত্যার শিকার হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।