আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ই পৌষ ১৪৩১

মোহাম্মদ আলী ও মো. ইমরানের আবারও সিআইপি অর্জন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ ০১:৩৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

দেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আবারও সিআইপি নির্বাচিত হলেন আবুধাবী প্রবাসী সীতাকুণ্ডের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আলী।

 

১৮ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার কাছ থেকে তিনি সিআইপি সম্মাননা গ্রহণ করেন। এ নিয়ে তিনি পঞ্চমবারের মতো সিআইপি নির্বাচিত হলেন।

465688491_560488016892982_1678931576202524264_n

মোহাম্মদ আলী সীতাকুণ্ড কামিল মাদরাসার দাখিল ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থী এবং প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত। সীতাকুণ্ড কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

 

এছাড়া বিদেশের মাটিতে ব্যবসায় সফলতা অর্জন করেছেন মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট নিবাসী মো. ইমরান।