আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ই পৌষ ১৪৩১

লামায় অবৈধ ইটভাটা পানি দিয়ে নিভিয়ে দিল প্রশাসন

বেলাল আহমদ, লামা (বান্দরবান) প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামার ফাইতংয়ে (ফোর বিএম) সরকারি নির্দেশ লঙ্ঘন করে কার্যক্রম চালানোর দায়ে একটি ইটভাটা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দমকলের পানি দিয়ে নিভিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। এ সময় অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

লামা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, কোনো ইটভাটার অনুমতি দেওয়া হয়নি। বান্দরবান জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় পাহাড় কাটা, বালি উত্তোলন ও পরিবেশ ধ্বংসকারী ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।